সকল মেনু

বিশেষ সেবা রমজান মাস উপলক্ষে গুগলের

Google1434953512  বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সারা বিশ্বের মুসলমানদের পবিত্র রমজান মাস উপলক্ষে টেক জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান গুগল বিশেষ সেবা হিসেবে রমজান নিয়ে ওয়েবসাইট এবং অ্যাপ সেকশন নিয়ে এসেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রমজান উপলক্ষে গুগল চালু করেছে ‘মাই রামাদান কম্পেনিয়ন’ নামক নতুন একটি ওয়েবসাইট (https://ramadan.withgoogle.com/#/)। এ ছাড়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে খোলা হয়েছে রমজানের বিভিন্ন অ্যাপ নিয়ে একটি বিশেষ সেকশন (https://goo.gl/eemcC5), যেখানে রমজানের বিভিন্ন অ্যাপ মিলবে।

‘মাই রামাদান কম্পেনিয়ন’ ওয়েবসাইটটিতে অঞ্চলভিত্তিক তথ্য রয়েছে। যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের তথ্য, আশপাশের কোথায় চ্যারিটি ইফতারের আয়োজন করা হচ্ছে সে তথ্য, হালাল রেস্তোরাঁ কোথায় রয়েছে এবং আশপাশের রাস্তার অবস্থা, বিভিন্ন রেসিপি প্রভৃতি। এ ছাড়া রমজানের জন্য প্রয়োজনীয় ইউটিউবের ভিডিওগুলোও যুক্ত করা হয়েছে সাইটটিতে। যেমন ইসলাম-সংক্রান্ত বিভিন্ন ভিডিও, ৩০ দিন রোজা রাখার সময় স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপসের ভিডিও প্রভৃতি।

অন্যদিকে, গুগল নাউয়েও রমজান সম্পর্কিত সেবা প্রদান করছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top