সকল মেনু

ভূমিদস্যুরা প্রশাসনকে ম্যনেজ করতে দোড়-ঝাপ

unnamed যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার বাগেরহাট বাজারে ১ একর ২৬ শতক সরকারি জমি ভূমিদস্যু চক্র জবর দখল করে রেখেছে। এই বিপুল পরিমান জমি কব্জা করে তারা একেকজন দুইÑতিনটা দোকানঘর বানিয়ে ভাড়া দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দায়িত্ব পেয়ে সদর ভূমি কর্মকর্তা চাঁচড়া ইউনিয়ন ভুমি অফিসকে অবৈধ দখলবাজদের  উচ্ছেদে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। তবে ভূমিদস্যু চক্র নেপথ্য লাইনে সব ম্যনেজ করতে জেলা প্রশাসকসহ বিভিন্ন অফিসে দোড়-ঝাপ শুরু করেছে। যশোর সদরের তেতুলিয়া মৌজার বাগেরহাট বাজারের সরকারি খতিয়ানের ৩৫২ দাগের জমি ভোগ দখলকারীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ ওঠে। বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সদর উপজেলা ভুমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। যার স্মারক নংÑ৪৬১ তাংÑ২/৬/১৫। অভিযোগের সত্যতা পাওয়ায়  চাঁচড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মোঃ ফারুক ১৮ জন অবৈধ দখলকারীকে চিহ্নিত করেন। তারা হলেন মাহিদিয়া গ্রামের মান্নান বিশ্বাস, তেতুলিয়ার গোলাম রহমান, বাটুল, খরিচিয়া গ্রামের রাজ্জাক মোড়ল, সোহরাব হোসেন, তেতুলিয়ার নূর আলী, মাহিদিয়ার মোশারেফ গাজী, তেতুলিয়ার মাহবুবুর রহমান, রুদ্রপুরের ডাঃ রহমান, তেতুলিয়ার আব্দার, খরিচিয়ার রফিকুল ইসলাম, তেতুলিয়ার রব্বানী, জাকের, আলম,আঃ রশিদ, খরিচিয়া গ্রামের মশিয়ার রহমান, তেতুলিয়া গ্রামের আমিন উদ্দীন মোল্যা এবং মুসা। ৭ দিনের সময় বেঁধে দিয়ে তাদেরকে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে দখল সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে বুঝে দেয়ার নির্দেশনা রয়েছে।নোটিশ পেয়ে বর্তমানে এসব অবৈধ দখলদাররা তাদের জবর দখল বজায় রাখতে জেলা প্রশাসকসহ বিভিন্ন অফিসে ধর্না দিচ্ছেন। যাতে তাদের স্থাপনা টিকে থাকে সে জন্য তারা ডিসিআর নেয়ার ও চেষ্টা করছেন। সংশ্লিষ্ট এলাকাবাসীর মতে জবর দখলকালীদের উচ্ছেদ হওয়া প্রয়োজন। তবে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ শেষে যদি জমি বরাদ্দ দেয়া হয় তবে তা উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে দিলে সরকার এখান হতে অধিক পরিমানে রাজস্ব পাবে বলে এলাকাবাসীরা অভিমত ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top