সকল মেনু

শাহজালালে মোবাইলের ভেতর থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৬ জুন : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মোবাইলের ভেতর থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে  ৩জন যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রীজ এলাকা থেকে টাইগার এয়ার লাইন্সের সিঙ্গাপুর-ঢাকা ফ্লাইট থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় এর যাত্রী আলী মোহাম্মদ, ইউসুফ ও রানাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, বিমানবন্দরে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বেশ কয়েকটি মোবাইলের ভেতরে রাখা ৩৬টি স্বর্ণের বার এবং ৯০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন প্রায় ৪ কেজি। এর আনুমানিক মূল্য দুই কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top