সকল মেনু

কোনো শর্ত নেই ভারতীয় ঋণ ব্যয়ে

hasina সিনিয়র করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বাংলাদেশ সফরের সময় যে দুই বিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি হয়েছে তা ব্যয়ের ক্ষেত্রে কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা আমাদের মতো করেই এই অর্থ ব্যয় করতে পারবো।’

বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রূস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। তিনি এসময় প্রশ্ন করেছিলেন, ভারতের সঙ্গে সম্প্রতি যে ঋণচুক্তি হয়েছে তা কোন কোন খাতে ব্যয় করা হবে এবং এ অর্থ ব্যয়ে ভারতের কোনো শর্ত রয়েছে কি না?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার ভারতীয় প্রধানমন্ত্রী আসার পর আমাদের সঙ্গে দুই বিলিয়ন ডলারের ঋণচুক্তি হয়েছে। আমরা এ অর্থ কোন কোন খাতে বাস্তবায়ন করবো সেটা নিয়ে আলাপ-আলোচনা করছি। এখানে কোনো শর্ত নেই। আমরা আমাদের মতো করে এই অর্থ ব্যয় করতে পারবো।’

তিনি বলেন, ‘এর আগে আমাদের সঙ্গে ভারতের এক বিলিয়ন ডলারের একটি চুক্তি ছিল। যার অর্থ আমরা বিভিন্ন অবকাঠামো ও যোগাযোগ খাতে ব্যয় করেছি। এবার ভারতীয় প্রধানমন্ত্রী আমাদের দুই বিলিয়ন দিতে চেয়েছে।’

এই ঋণের অর্থ ব্যয়ের বিষয়ে তিনি বলেন, ‘কোন কোন খাতে ব্যয় করলে দারিদ্র্য বিমোচন করতে পারব, দেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে যাবে, সেটা মাথায় রেখেই ব্যয় করব। স্বাধীনভাবে কাজ করার সুযোগ রেখে বন্ধুত্বপূর্ণভাবে এই অর্থ নেয়া হবে।’

বাংলাদেশের অর্থনীতি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে দ্রুত অগ্রসর হচ্ছে। সম্প্রতি বিশ্বব্যাংকের সঙ্গে একটি চুক্তি হয়েছে। তারা এখানে যে টাকা দেবে তা দিয়ে রুরাল ডেভেলপমেন্টের কাজ করা হবে। এসবের মধ্য দিয়ে আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে। লাভবান হবে বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ, দক্ষিণ এশিয়ার মানুষ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top