সকল মেনু

জাতীয় কাবাডি প্রতিযোগিতায় দিনাজপুর চ্যাম্পিয়ন

unnamedস্টাফ রিপোর্টার: আজ বড় ময়দানস্থ ক্রীড়া পল্লী মাঠ সংলগ্ন কাবাডি গ্রাউন্ডে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এবং  জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুর এর ব্যবস্থাপনায় মিজা আন্তঃজেলা জাতীয় কাবাডি প্রতিযোগিতা-২০১৫ চূড়ান্ত খেলায় দিনাজপুর কাবাডি দল চ্যাম্পিয়ন ও নীলফামারী কাবাডি দল রানার্স আপ হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও এ খেলা একদিন দিনাজপুরের ঐতিহ্য খেলা ছিল। এই খেলা আবার নতুন করে দিনাজপুর জেলায় প্রতিষ্ঠিত করতে হবে। নতুন প্রজন্ম খেলোয়াড়দের কাবাডি খেলার প্রতি ফিরিয়ে আনতে হবে। তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দিনাজপুর জেলা কাবাডি খেলায় আবার নতুন করে তাদের নতুন ঐতিহ্য ফিরিয়ে আনবে। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি সুব্রত মজুমদার ডলার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মোঃ আসলাম হোসেন, নির্বাহী সদস্য সমীরণ ঘোষ, মোঃ মোস্তাক আহমেদ, আনিস হোসেন দুলাল, অরুন সরকার। খেলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় কাবাডি ফেডারেশনের সদস্য মুনির হোসেন ও জাতীয় কাবাডি প্রশিক্ষক পুরস্কারপ্রাপ্ত মোঃ আব্দুল জলিল। রেফারি হিসাবে রহমত আলী, মোঃ কামরুজ্জামান, মোঃ মহসিন, মোঃ আনোয়ারুল ইসলাম খেলা পরিচালনা করেন। প্রধান অতিথি আহমদ শামীম আল রাজী চ্যাম্পিয়ন দিনাজপুর কাবাডি দলকে চ্যাম্পিয়নশীপ ট্রফি ও নীলফামারী কাবাডি দলকে রানার্স আপ ট্রফি তুলে দেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সৈয়দ আজাদুর রহমান বিপু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top