সকল মেনু

৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ট্যাব দেবে সরকার

tablet-PCনিজস্ব প্রতিবেদক হটনিউজ২৪বিডি.কম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ২০১৬ সাল থেকেই থেকেই ৬ষ্ঠ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়ার লক্ষ্যে কাজ করছে তার মন্ত্রণালয়। মন্ত্রী মনে করছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এ উদ্যোগ অনেক বেশি কার্যকরী হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের করবী হলে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত সচিব ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ উল আলম প্রমুখ বক্তৃতা করেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এখন সময় এসেছে এক শিক্ষার্থী এক ট্যাব নীতি বাস্তবায়নের। আমরা আশা করছি, আগামী বছরই ৬ষ্ঠ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ট্যাব তুলে দিতে পারবো। তাতে পাঠ্যবইয়ের ই-ভার্শন দেয়া থাকবে। শিক্ষার্থীদের সঙ্গে পড়ালেখা সম্পর্কিত সব যোগাযোগ আরো সহজ ও গতিশীল হবে। পরবর্তী বছর আবার ৬ষ্ঠ শ্রেণীর সব শিক্ষার্থীকে ট্যাব দেয়া হবে। এভাবেই পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে ট্যাব পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ও এর অধিদপ্তর-দপ্তর, শিক্ষা বোর্ডসহ সব প্রতিষ্ঠানের অধিকাংশ কাজকর্ম এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে দেশের সাড়ে ২০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতি চালু করা হয়েছে। বহু শিক্ষক এখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারেন। কেন্দ্রীয়ভাবে খোলা হয়েছে শিক্ষক বাতায়ন ব্লগ। আমরা বছরের শুরুর দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করি। এসব বইয়ের ই-ভার্শন হিসেবে ই-বুক অনলাইনে দেয়া আছে।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ২০১৬ সাল থেকেই থেকেই ৬ষ্ঠ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়ার লক্ষ্যে কাজ করছে তার মন্ত্রণালয়। মন্ত্রী মনে করছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এ উদ্যোগ অনেক বেশি কার্যকরী হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের করবী হলে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত সচিব ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ উল আলম প্রমুখ বক্তৃতা করেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এখন সময় এসেছে এক শিক্ষার্থী এক ট্যাব নীতি বাস্তবায়নের। আমরা আশা করছি, আগামী বছরই ৬ষ্ঠ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ট্যাব তুলে দিতে পারবো। তাতে পাঠ্যবইয়ের ই-ভার্শন দেয়া থাকবে। শিক্ষার্থীদের সঙ্গে পড়ালেখা সম্পর্কিত সব যোগাযোগ আরো সহজ ও গতিশীল হবে। পরবর্তী বছর আবার ৬ষ্ঠ শ্রেণীর সব শিক্ষার্থীকে ট্যাব দেয়া হবে। এভাবেই পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে ট্যাব পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ও এর অধিদপ্তর-দপ্তর, শিক্ষা বোর্ডসহ সব প্রতিষ্ঠানের অধিকাংশ কাজকর্ম এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে দেশের সাড়ে ২০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতি চালু করা হয়েছে। বহু শিক্ষক এখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারেন। কেন্দ্রীয়ভাবে খোলা হয়েছে শিক্ষক বাতায়ন ব্লগ। আমরা বছরের শুরুর দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করি। এসব বইয়ের ই-ভার্শন হিসেবে ই-বুক অনলাইনে দেয়া আছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top