সকল মেনু

অনন্তপুর সীমান্তে মাদক দ্রব্য আটক করেছে বিজিবি

unnamed ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত থেকে ৭৫ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোররাতে বিজিবির টহল দল মাদক পাচার প্রতিরোধ অভিযান চালিয়ে ভারতীয় গাজা এবং ফেন্সিডিল আটক করে। বিজিবি জানায়, ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রাম এর অনন্তপুর বিওপির কমান্ডার নায়েক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ৯৪৬ হতে ৯৪৭ এর মাঝামাঝি আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেল্লিতর নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে একদল চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর তাদেরকে থামতে বললে তারা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৫ কেজি ২০০ গ্রাম গাজা  জব্দ করতে সক্ষম হয়। এসব মাদক দ্রব্যের মূল্য ৪৮ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি। কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোঃ জাকির হোসেন জানান, জব্দকৃত গাজা এবং ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top