সকল মেনু

জামায়াত নিষিদ্ধ বিল মন্ত্রিপরিষদ বিভাগে

Anisul_sm_652035385আছাদুজ্জামান,জাতীয় সংসদ ভবন থেকে: আইন করে একাত্তরে যুদ্ধাপরাধে অভিয‍ুক্ত জামায়াত এবং এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ করতে একটি বিল রয়েছে বলে  জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মন্ত্রিপরিষদ বিলে অনুমোদন দিলেই তা সংসদে উত্থাপন করা হবে বলে জানান তিনি। সোমবার (০১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে আনিসুল হক এ কথা বলেন। নজিবুল বশর প্রশ্ন করেন,‘আমাদের দলের পক্ষ থেকে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য একটি মামলা করা হয়েছিল। সেটি হচ্ছে, হবে বলে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছে। কবে নাগাদ হবে, মন্ত্রীর কাছে জানতে চাই।’ এর জবাবে মন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আইনের সংশোধনী আনার কথা রয়েছে। এ সংক্রান্ত একটি বিল মন্ত্রিপরিষদের অনুমোদনের অপেক্ষায় আছে। মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে তা সংসদে উত্থাপন করা হবে। এদিকে সরকার দলীয় সদস্য বেগম ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’ এ যৌথ বাহিনীর অভিযান দায়মুক্তির মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে।  ‘ওই অভিযানের সঙ্গে সম্পৃক্ত কোন সদস্য বা ব্যক্তি বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে পরিচালিত যৌথ অভিযানের যাবতীয় কার্যাদির জন্য তাদের দায়মুক্ত করার লক্ষ্যে ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন-২০০৩’ প্রণয়ন করা হয়। যেহেতু জাতীয় সংসদ এই আইনটি প্রণয়ন করেছে সেহেতু এই দায়মুক্তি বৈধতা পেয়েছে,’ যোগ করেন তিনি। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আলোচিত, নৃশংস ও নারকীয় ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলাটি বর্তমানে বিচারের সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এই মামলায়  মোট সাক্ষীর সংখ্যা ৪৯১ জন এবং আসামি ৫২ জন। ‘২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলা দুটিতে এ পর্যন্ত ১৪৫ জন করে ২৯০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আদালতের কাছে সমন জারি করার প্রার্থনা জানানো হয়েছে। ৩৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ বাকি আছে। মামলা দুটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনটি তারিখ পড়ছে।’

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুন ০১, ২০১৫
** তাহজীবের ওয়াক আউট
** সরকারি চাকরিতে পদশূন্য ২,৭৬,৫৮৭টি
** সৌদি বাদশাহ-সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীসহ ১৫ জনের নামে শোক
**‘হরতাল-অবরোধ বন্ধে আইন হচ্ছে না’
** বাজেট অধিবেশনে প্যানেল সভাপতি যারা
** বাজেট পেশ বৃহস্পতিবার, পাস হবে ৩০ জুন
** শুরু হলো বাজেট অধিবেশন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top