সকল মেনু

এই সরকার জিয়া হত্যা মামলার কার্যক্রম শুরু করবে -মায়া চৌধুরী

index নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান এগিয়ে আসলে এই সরকার জিয়া হত্যা মামলার কার্যক্রম শুরু করবে। শনিবার চাঁদপুরে মতলব সেতু নির্মাণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বর্তমানে জিয়া হত্যা মামলা চট্টগ্রামের একটি আদালতে ঝুলে আছে। তাই যার স্বামী মারা গেছেন সেই খালেদা জিয়াকেই আগে এগিয়ে আসতে হবে।
মতলব দক্ষিণের ফেরিঘাট এলাকায় এই অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা সহস্রাধিক ব্যক্তির ২৩ একর জমির মালিকদের কাছে ৩১ কোটি টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। মতলবের ধনাগোদা নদীর উপর এই সেতু নির্মাণের মুল কাজে ব্যয় হবে ৮৪ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top