সকল মেনু

ইরানি ছাত্ররা নতুন ড্রোন তৈরি করল

07a9289f2f3083ab2e721949ca81ef43_XLআন্ত: ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র নতুন ধরনের ড্রোন তৈরি করেছে। এ ড্রোন গোয়েন্দা মিশনে ব্যবহার করা যাবে।

নতুন এ ড্রোনের ফারসি নাম দেয়া হয়েছে থারলান। এটি তৈরি করেছে ইরানের আজাদ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গবেষণা শাখা। ড্রোনটি তৈরিতে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে।

নতুন ড্রোন সীমান্ত পাহারা, জঙ্গল এবং সড়কে যানজট, পাইপলাইন পর্যবেক্ষণ এবং ভূবিদ্যা গষেণার কাজে ব্যবহার করা যাবে। এটি লম্বায় ৬.২ ফুট এবং ডানার দৈর্ঘ্য ৯.৮ ফুট।

২০১৩ সালের নভেম্বর মাসে ইরান সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করেছে যা গোয়েন্দাবৃত্তি ও যুদ্ধমিশনে ব্যবহার করা যাবে। ফোতরোস নামের এ ড্রোন ২,০০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালাতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top