সকল মেনু

পুলিশের দুই সদস্যকে কারণ দর্শাণোর নির্দেশ

unnamed নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: আদালতে হাজিরা দিতে আসা এক ব্যক্তিকে কোর্ট প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে বেধড়ক মার-ধোর করার অভিযোগে আদালত চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের দুই সদস্যকে কারণ দর্শাণোর নির্দেশ দিয়েছে। আগামী ৭ দিনের মধ্যে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  শওকত হোসেন ওই নির্দেশ প্রদাণ করে।    আইনজীবীরা জানান, ফরিদগঞ্জ উপজেলার কাচিয়ারা গ্রামের মাকসুদুর রহমান মাসুদ নামের এক ব্যক্তি চেক জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দেবার জন্য মঙ্গলবার সকালে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের সামনে আসে। সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে ফরিদগঞ্জ থানার এস আই নিজামউদ্দিনভূঁইয়া ও এ এস আই ওমর ফারুকের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে টেনে হেঁচড়ে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যায়। প্রায় অর্ধমৃত করে চিকিৎসা না দিয়ে তাকে জেলা গোয়েন্দা শাখার অফিসে নিয়ে ফেলে রাখা হয়। বিষয়টি মাকসুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট সেলিম আকবর জানতে পেরে আদালতকে তা অবহিত করে। আদালত তাৎক্ষণিক টেলিফোনের মাধ্যমে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে ওই ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে মুমূর্ষূ অবস্থায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন এবং দায়ী দুই পুলিশ সদস্যকে ৭ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শাণোর নোটিশ দেন। মাকসুদুর রহমানকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top