সকল মেনু

ভারতে প্রবেশকালে বেনাপোলে ভূয়া এসপি শাহজাদা আটক

unnamedযশোর প্রতিনিধি: বিশেষ সুবিধা নিয়ে ভারতে প্রবেশকালে আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল থেকে ইমাম শাহজাদা নামে এক ভুয়া এসপিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এসময় তার কাছ থেকে ৬০হাজার টাকা ও ৩টি মোবাইল সেট সহ ভুয়া কার্ডটি জব্দ করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি আসলাম হোসেন খান। আটক ইমাম ভোলা দৌলন বাজার এলাকার ইউছুপ আলীর ছেলে। যার পাসপোর্ট নং-বিএন-০১৯৩৪৯৬। ইমিগ্রেশন ওসি আসলাম হোসেন খান বলেন, ইমাম শাহজাদা নামে এক পাসপোর্ট যাত্রী সোমবার সকালে বেনাপোল চেকপোষ্ট ইমিগেশনে এসে নিজেকে এসপি পরিচয় দেয়। এসময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রহস্য তখন তাকে আটক করা হয় । এসময় সে পুলিশের এসপি পরিচয় দিয়ে গলায় ঝোলানো কার্ডটি দেখিয়ে বাঁচার চেষ্টা করে। পরে পুলিশের কাছে মাফ চেয়ে সত্য ঘটনা খুলে বলে প্রতারক ইমাম শাহজাদা।  একটি টিভির পরিচয় দিয়ে বলেন, তার ভাই বড় দায়িত্বে আছেন টিভিতে তাই তাকে ছেড়ে দেওয়া হোক। পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে ৬০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট সহ ভুয়া কার্ডটি জব্দ করে। দুপুরে তাকে পোর্ট থানায় সোপর্দ করা হয়ে বলে জানান ওসি আসলাম খান। তবে আটক ইমাম হোসেনের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে এলোমেলো কথা বলেন তিনি। ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেন আটক ইমাম শাহজাদা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top