সকল মেনু

হ্যাকিংয়ের শিকার সংসদের ওয়েবসাইট

parliamentনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় সংসদের ওয়েবসাইট হ্যাক হওয়ার পর আবার সেটি পুনরুদ্ধার করা হয়েছে। ‘পাক সাইবার পাইরেটস’ নামের একটি সংগঠন ওয়েবসাইটটি রবিবার রাত আটটার দিকে হ্যাক করে। এর কিছুক্ষণ পরই সেটি আবার পুনরুদ্ধার করা হয়।
হ্যাকের পর পুরো স্ক্রিন জুড়ে ‘পাক সাইবার পাইরেটস’ এর লোগো এবং একটি মেসেজ দেখা যায়।
মেসেজে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশের সকল সাংসদ ও সাধারণ মানুষকে সালাম জানাই। আপনাদের কিছু বাচ্চা ছেলেরা বেশ অনেকদিন যাবত আমাদের ‘পাক সাইবার পাইরেটস’র সঙ্গে খেলার চেষ্টা করছিলো। তাদেরকে বেশ কয়েকবার সাবধান করে দেয়ার পরও তারা এই একই কাজ করে যাচ্ছিলো। তাই, আজ আমরা তাদেরকে দেখিয়ে দিলাম এখানে ‘বাবা’ কে? আমাদের দুই দেশের মাঝে যতই রাজনীতি থাকুক না কেন, আমরা আপনাদের ভাইয়ের মতই মনে করি। তাই আমরা চাই না সাইবার দুনিয়াতে আমাদের মাধ্যমে আপনাদের পুরো সরকার ধর্ষিত হোক। তাই, আপনারা আপনাদের বাচ্চাদের এই খেলা থেকে বিরত থাকতে বলুন এবং নিজেদের বাচ্চাদেরকে এই খেলা থেকে বিরত থাকতে বলুন।’

একইসাথে তারা আমাদের সরকারি নিরাপত্তা নিয়ে তাচ্ছিল্য করে বলে যে, ‘মনে রেখো যে তোমাদের নিরাপত্তা ব্যবস্থা শূন্যের কাছাকাছি। তাই আগে নিজেদের নিরাপত্তা ঠিক করো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top