সকল মেনু

গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু-চিকিৎসা

 unnamed  গৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে সহস্রাধিক  মানুষকে বিনামূল্যে চক্ষু-চিকিৎসা সেবা দেয়া হয়েছে। রাবেয়া আলী গার্লস স্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে আজ শনিবার দিনব্যাপী গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় কলেজের নিজস্ব ক্যাম্পাসে এ সেবা দানের আয়োজন করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে এ চক্ষু-চিকিৎসা ক্যাম্পে যৌথভাবে সহযোগিতা দিয়েছে বাংলাদেশ এডুকেশন এ্যান্ড টেকনলজি সোসাইটি ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইডি’র অতিরিক্ত আইজিপি মোঃ হেমায়েত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল আলী মোল্লা ও তাঁর সহধর্মীনি রাবেয়া বেগম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম রেজাউল হক ও কুয়েতের মুশরু আল-জারি নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফায়েজ হিয়া আল ইঞ্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান। পরে অতিথিগণ ক্যাম্পে সেবা কার্যক্রমটি ঘুরে দেখেন। ক্যাম্পে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আগত সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top