সকল মেনু

সমৃদ্ধ জাতি গঠনে সংস্কৃতি বিকাশের কোন বিকল্প নাই..আসাদুজ্জামান নূর

       
unnamedযশোর প্রতিনিধি: একটি জাতির উৎকর্ষতার মেরুদ- হচ্ছে সংস্কৃতি। সেই সংস্কৃতি বিকাশে শিল্পের স্বাধীনতা থাকতে হবে। তবেই সমৃদ্ধ জাতি গঠন সম্ভব। শিল্প ও সংস্কৃতি বিকাশে যশোরের ঐতিহ্য সমন্মুত রাখার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধে চেতনায় উদ্বুদ্ধ করে সমৃদ্ধ জাতি গঠনে সংস্কৃতি কর্মীদের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। আজ বিকালে যশোর টাউন হল ময়দানে  ১২ দিন ব্যাপি খুলনা বিভাগীয় বই মেলার উদ্ভোধনকালে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি একথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ইসমাত আরা সাদেক, সংশ্লিষ্ট সচিব রণজিৎ কুমার বিশ্বাস, যুগ্ম সচিব মনজুরুর রহমান, জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর, পুলিশ সুপার আনিছুর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ, জাসদ নেতা রবিউল আলম, ন্যাপ নেতা অ্যাডভোকেট এনামুল হক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top