সকল মেনু

সরকারি গাছ কাটায় বাধা দেয়ায় শার্শায় ২ জন খুন; জখম ৪

index যশোর প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তবর্তী রঘুনাথপুর এলাকায় রাস্তার সরকারি গাছ কাটায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ও সামছুর নামে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ওই সময় ঘটনা থামাতে যেয়ে আহত হয়েছেন অন্তত ৪ জন। এর মধ্যে আজগর আলির অবস্থা সংকটাপন্ন। আজ শুক্রবার সকালে বেনাপোলের উত্তরে রঘুনাথপুর-সাদিপুর সড়কের দাবারি মাঠ এলাকায় ঘটনাটি ঘটেছে। বিক্ষুদ্ধ জনতা পরে সংঘবদ্ধ ভাবে হত্যাকারিদের বাড়িঘর ধরিয়ে দেয়।নিহত দু’জনের একজন প্রাক্তন মেম্বার আব্দুল্লাহ(৪৮)রঘুনাথপুর গ্রামের জসিম মল্লিকের ছেলে, অপরজন সামছুর রহমান বুদো, তার বাবার নাম খলিলুর রহমান বলে বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানিয়েছেন। বৃহস্পতিবার রাতের ঝড়ে রঘুনাথপুর-সাদিপুর সড়কের দাবারী মাঠ এলাকায় রাস্তার ধারে লাগানো কয়েকটি বাবলা গাছ পড়ে যায়। ওই গাছ কাটার জন্য ওই গ্রামের আব্দুর রহমান মল্লিকের তিন ছেলে নাছির উদ্দিন নাশু, আলাউদ্দিন ও ফুলছোদ্দিন যায়। সরকারি গাছ হওয়ায় আব্দুল্লাহ মেম্বার ওখানে বাধা সৃষ্ঠি করলে বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে তারা তিনভাই মিলে আব্দুল্লাহর উপর হামলা চালায়। ওই ঘটনা থামাতে যেয়ে পরে অন্তত ৪জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, একই গ্রামের আব্দুল্লার ছেলে সুমন(২৩), ছগির উদ্দিনের ছেলে আজগর আলি(৩৬), সারজুল হকের ছেলে আব্দুল্লাহ(৩৫)এবং গোলাম সর্দারের ছেলে হাফিজুর রহমান(৩৫)। হাফিজুর রহমানকে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং বাদবাকি তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top