সকল মেনু

যেভাবে সাজানো সৌম্যর চকচকে ইনিংসটি

801A7424(1)20150422231148স্পোর্টস ডেস্ক: বলা যায় বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে এতো দিন বিসিবি হয়ত খুব টেনশনেই ছিল। সেই চিন্তা থেকে বিসিবি’র মাথাটা হয়ত এবার মুক্ত হবে। মীরপুরে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবালের শেষ দুই ম্যাচে শত রান ও আজকের ম্যাচে অর্ধশত রান করেন। কিন্ত ওপর ওপেনার সৌম্য প্রথম দুই ম্যাচে নিজেকে হয়ত খঁজেই পাচ্ছিলো না। তাতে কি পাকিস্তানের বিপক্ষে আজ যেই চকচকে ইনিংসটি তিনি খেলেছেন তাতে আর  কি চাই।
আজ ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনাই দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তামিম ৬৪ টিতে থামলেও সৌম্য ঠিকই তুলে নিয়েছে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
মূলত তার সেঞ্চুরি আর শেষ দিকে মুশফিকের দারুন ব্যাটিংয়ের ফলেই ৮ উইকেটের বিশাল ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ।
সৌম্য তার ১২৭ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৩ টি ছয় আর ৬টি বিশাল ছক্কার মাধ্যমে। মুশফিক শেষ পর্যন্ত অপারিজ থাকেন ৩৮ রানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top