সকল মেনু

৪ ব্যবসায়ী আটকের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ

unnamed যশোর প্রতিনিধি: আজ মঙ্গলবার যশোরে ৪ ব্যবসায়ী আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও হয়েছে। দেশের সর্ব বৃহৎ পুরাতন মটর পার্টস ও নতুন মটর সাইলে পার্টস আমদানীকারক এবং ব্যবসায়ীরা এ সময় তাদের দোকানপাট বন্ধ রাখেন। সোমবার গভিররাতে রাতে পুলিশ এই ৪ ব্যবসায়ীকে আটক করে। তারা হলেন সাইদুর রহমান ঠান্ডু, মোস্তফা গোলাম কাদের, সাজেদুর রহমান সুজা ও মকসেদ আলী । ব্যবসায়ীদের অভিযোগ-আগামি ১৬ মে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। ঐ নির্বাচনে যাতে তারা প্রার্থী হতে না পারেন সে জন্যই পুলিশ তাদের আটক করেছে। আটক ৪ ব্যবসায়ীই বিএনপির সমর্থক। তবে পুলিশ জানায়-নাশকতা করার লক্ষ্যে গোপন বৈঠক করার সময় ওই চার  ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই ৪ ব্যবসায়ীকে ধরার সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রেণীপেশার মানুষজন ক্ষোভ-বিক্ষেভে ফেটে পড়ে। বিশেষ করে শহরের আর এন রোডের ব্যবসায়ীরা পুলিশের এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে প্রয়েজনে আরও কঠোর কর্মসূচি দিবে বলে জানিয়েছে।  ব্যবসায়ী নেতারা বলেছেন, যশোরের পুলিশ সম্প্রতিকালে ব্যবসায়ীদের প্রতি যে অন্যায় ও সাধারন মানুষের উপর যে অত্যাচার করছে, তাতে সরকারের উপর মানুষের ক্ষোভ দিনকেদিন বাড়ছে। এই অন্যায় অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top