সকল মেনু

নীলফামারীতে “নারীর মানবাধিকার ও মর্যাদা” বিষয়ক সেমিনার

   unnamed

মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২০ এপ্রিল: “নারীর মানবাধিকার ও মর্যাদা” বিষয়ক সেমিনার আজ সোমবার নীলফামারী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা পল্লী শ্রী’র নারী নির্যাতন বন্ধে স্থানীয় উদ্যোগ প্রকল্পের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর নীলফামারীর উপ পরিচালক আব্দুর রাজ্জাক।  প্রকল্পটির সমন্বয়কারী সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেলিম শাহ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু ও এ্যালায়েন্স কমিটির সভা প্রধান সহকারী অধ্যাপক শাহনাজ বেগম ছবি। পল্লী শ্রী নীলফামারী অফিসের প্রোগ্রাম ফ্যাসিলেটর নুরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে নারীর মানবাধিকার ও মর্যাদা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন সংস্থাটির সৈয়দপুর অফিসের ফিল্ড ট্রেইনার ইমজিয়াজ জাহান। বক্তারা নারীর অধিকার বাস্তবায়ন, নারী নির্যাতন বন্ধ, বাল্য বিবাহ রোধ, নারীর প্রতি সকল বৈষম্য দুর করণের আহবান জানানো হয় সেমিনারে। প্রসঙ্গত দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় পল্লী শ্রী নীলফামারীতে নারী অধিকার রক্ষায় কাজ করে আসছে। সেমিনারে পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য, শিক্ষক, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীসহ তৃণমুল পর্যায়ে নারী অধিকার রক্ষায় গঠিত দলের সদস্যরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top