সকল মেনু

কুড়িগ্রামে অভিযান চালিয়ে ২২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

unnamed ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ধরলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ২২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রাম সদরের হাবিলদার মোঃ আলমগীর হোসেনের নেতৃতে ১০ সদস্যের একটি বিশেষ টহল দল শনিবার রাতে ধরলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধরলা ব্রীজের নিকটবর্তী চর এলাকা থেকে গরু গুলো আটক করে। কিন্তু এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি। খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গরু গুলো ভারত থেকে নিয়ে এসে ধরলা ব্রীজ এলাকায় মজুদ করা হয়েছিল। আটককৃত গরুগুলো ভুরুঙ্গামারী কাষ্টমস অফিসে জমা করা হয়েছে। মালিক বিহীন এসব গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। এ ব্যাপারে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো ঃ জাকির হোসেন বলেন, ধরলা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মালিক বিহীন ২২ টি ভারতীয় গরু আটক করার কথা স্বীকার কওে বলেন, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top