সকল মেনু

নটর ডেম কলেজ ছাত্রদের মানব বন্ধন

unnamed  নিউজ ডেস্ক: আজ ১৮ এপ্রিল দুপুর বেলা তিনটায় নটর ডেম কলেজের ছাত্রদের উদ্যোগে এবং আরও ৯টি কলেজ ও ২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে টিএসসি’র সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যে পহেলা বৈশাখের বর্ষবরণ উৎসবে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে “মূল্যবোধসম্পন্ন মানুষ চাই” স্লোগানকে সামনে রেখে একটি মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ,ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ,মতিঝিল মডেল স্কুল, মতিঝিল আইডিয়াল কলেজ,সেন্ট যোসেফ কলেজ, সেন্ট গ্রেগরি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র ছাত্রীবৃন্দ। উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন নটর ডেম কলেজের আসেফ বিন তাকি,প্রীতম সরকার রাতুল,আবু সায়েম দোসর, মোঃ মেফতাহুল ইসলাম পান্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুভ্রা গোস্বামী,শাহারুখ আহমেদ অনিক এবং ঐ ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন সেন গুপ্ত (সাবেক নটর ডেম কলেজের ছাত্র)। বক্তারা তাদের বক্তব্যে নারীর প্রতি এই যৌন হয়রানির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং যৌন সন্ত্রাসী ও কর্তব্যে অবহেলাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া অঙ্গীকার ব্যক্ত করেন। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে শান্তিপূর্ণ এ সমাবেশে প্ল্যাকার্ডে নিজেদের দাবী লিখে বক্তব্য পেশ করে দেশবাসীর জন্য সচেতনতা তৈরিই ছিল উদ্দেশ্য। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানানো হয় এ মানববন্ধনে। সর্বস্তরের ছাত্রসমাজ ব্যক্তিগতভাবে স্বেচ্ছায় নিজ দায়িত্ববোধ থেকে এ মানববন্ধনে অংশগ্রহণ করে। তারা প্রকৃত অপরাধীর শাস্তির দাবী জানায়। তারা বলে, ‘কোন দল বা গোষ্ঠী নয়, যারাই অপরাধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে’। এছাড়াও তারা দেশের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান করেন। শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে উক্ত কর্মসূচি সমাপ্ত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top