সকল মেনু

ইরান হাসপাতাল নির্মাণ করবে বাংলাদেশে

fLAG-11429190271 সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশে একটি অত্যাধুনিক মানের রেড ক্রিসেন্ট হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে ইরান। প্রয়োজনীয় জমি বরাদ্দ পেলে শিগগিরই নির্মাণ কাজ শুরু করবে দেশটি।

বাংলাদেশ ও ইরানের মধ্যে একটি চিকিৎসা শিক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সইয়ের জন্যেও আগ্রহ দেখিয়েছে দেশটি।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত দুই দেশের মাঝে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘স্বাস্থ্য খাতে দুই দেশ অতীতে এক সঙ্গে কাজ করেছে। আগে বাংলাদেশ থেকে ইরানে নিয়মিত চিকিৎসক যেত। এমনকি তেহরান বিশ্ববিদ্যালয় থেকেও অনেক বাংলাদেশি উচ্চতর ডিগ্রি লাভ করেছে।’

তিনি বাংলাদেশ থেকে ইরানে নিয়মিত চিকিৎসক ও নার্স পাঠানোর প্রক্রিয়া শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, ‘প্রয়োজনে ইরান থেকেও চিকিৎসক এবং বিশেষজ্ঞ বাংলাদেশে চিকিৎসা দিতে পাঠানো যেতে পারে। এতে দুই দেশই লাভবান হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ও ইরানের একই ধর্মীয় সংস্কৃতির কথা উল্লেখ করে বলেন, ‘ইরানের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতি বাংলাদেশের জনগণের শ্রদ্ধা ও আগ্রহ আছে। এই দুই দেশ একত্রে কাজ করলে দুই দেশের আর্থসামাজিক উন্নতি ত্বরান্বিত হবে।’

মন্ত্রী বাংলাদেশের ওষুধের গুণগত মানের কথা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। ইরান বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানসম্মত ওষুধ পেতে পারে।’

ইরানের রাষ্ট্রদূত মন্ত্রীর এই প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দেন। তিনি  বাংলাদেশের কয়েকটি ওষুধশিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top