সকল মেনু

বিজিবির বর্ণাঢ্য বর্ষবরণ

pilkhana_sm20150414204743ঢাকা: সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত সংস্থা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বর্ণাঢ্য আয়োজনে পালন করে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। সকালে বিজিবির সদর দপ্তর পিলখানায় বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ মেলার উদ্বোধন করেন।
দিনব্যাপী এ মেলায় বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসানো হয় স্টল। স্টলগুলোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প ও বিভিন্ন খেলাধূলার সামগ্রী পাওয়া যায়। মেলায় লোকজ ও গ্রামীণ নানা আয়োজনও রাখা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক পত্নী দিলমান নাহার আজিজসহ এর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় বিজিবির আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিবির অর্কেস্ট্রা দল ও দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা এতে অংশ নেন। এ সময় আতশবাজি ও আকর্ষণীয় লেজার শোয়ের মাধ্যমে বিজিবি ও বাঙালি সংস্কৃতির বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top