সকল মেনু

রমনা পার্ক এলাকায় পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা

  mahmud_police1428840769নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রমনা পার্ক এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পুরো এলাকায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ‘নগরবাসী যাতে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে পহেলা বৈশাখের অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে নজরদারির আওতায় থাকবে। নগরবাসীর উদ্বেগের কোনো কারণ নেই।’

অনুষ্ঠানে যারা আসবেন তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘রমনা পার্ক এলাকায় হাতব্যাগ নিয়ে আসা যাবে না। ধুমপান করা ও গাছে ওঠা যাবে না। বিকেল সাড়ে ৫টার মধ্যে সব অনুষ্ঠান শেষে করতে হবে।’

গাড়ি পার্কিংয়ের ব্যাপারে তিনি বলেন, ‘উত্তর দিকে থেকে যারা আসবেন তাদের যানবাহন এবি হাউজ থেকে হলি ফ্যামিলি রাস্তায় পার্কিং করতে পারবেন। পূর্ব দিক থেকে যারা আসবেন, তারা জিরো পয়েন্ট থেকে আব্দুল গণি রোড ও মত্স ভবন থেকে সেগুন বাগিচার কার্পেট গলি পর্যন্ত পার্কিং করতে পারবেন। দক্ষিণ-পশ্চিম দিক থেকে যারা আসবেন, তাদের যানবাহন জগন্নাথ হল থেকে পলাশির রাস্তায় এবং পশ্চিম দিক থেকে যারা আসবেন তারা আজিজ সুপার মার্কেটের পাশের রাস্তায় গাড়ি রাখতে পারবেন।’

এ ছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ওই দিন রমনা পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top