সকল মেনু

গেইনার ও লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

United-Powerপুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার ও লেনদেন শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডি)। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ১৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ২৪ লাখ ৪২ হাজার ৮৩৫টি শেয়ার ১০ হাজার ২৯৭ বার লেনদেন হয়।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ  বেড়েছে। এদিন কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ২২ টাকা ২০ পয়সায়। কোম্পানিটি ৭ লাখ ৯৪ হাজার ৫৭৩টি শেয়ার ৮১৭ বার লেনদেন হয়।
৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ শেয়ার দর বেড়ে বিডি থাই গেইনারের তৃতীয় স্থানে রয়েছে।
টপটেন গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ২৯ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮ দশমিক ১৬ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ০৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ দশমিক ৬২ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৫ দশমিক ৫৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৫ দশমিক ৪২ শতাংশ এবং ইফাদ অটোসের ৫ দশমিক ০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top