সকল মেনু

জয়পুরহাটে ‘ষ্টার সানডে’ পালিত

 এসএস মিঠু , জয়পুরহাট: বিশ্বের সকল indexমানুষের সুখ,শান্তি ও কল্যাণ কামনায় জয়পুরহাটে নানা আয়োজনে খৃষ্টীয় ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইষ্টার সানডে’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে কবর স্থানে বিশেষ প্রার্থনার (‘সানডে রাইজ প্রেয়ার’) মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।সেখান থেকে ফিরে গীর্জা ও চার্চে গিয়ে সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত ‘ইষ্টার সানডের  গুরুত্ব  ও তাৎপয’  র্শীষক আলোচনা সভা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।দুুপুরে খৃষ্টীয় ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের বন্ধু বান্ধব,পাড়া প্রতিবেশি ও সুধি জনদের সাথে নিয়ে বিশেষ ভোজ সভা অনুষ্ঠিত হয় । এবার জেলার জয়পুরহাট পৌর এলাকার খনজনপুর মিশন,পলিবাড়ি ইষ্টওয়েষ্ট মিশন,জয়পুরহাট সদর উপজেলার খাসপাওনন্দা মিশন, সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার উঁচাই সেভেন ডেজ অ্যাডভানটিজ ম্যারাথন সেমিনারিজ সহ বিভিন্ন গীর্জা, চার্চ ও খৃষ্টীয় পল্লীতে নানা কর্মসূচীতে দিবসটি পালিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top