সকল মেনু

পিতৃভূমিতে যাবেনই ওবামা

articleকেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে আল শাবাবের হামলায় ১৪৭ জন নিহতের ঘটনায় শুক্রবার দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
একই সঙ্গে পিতৃভূমি কেনিয়া সফরের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বলেও কেনিয়ান প্রেসিডেন্টকে নিশ্চিত করেছেন তিনি। হোয়াইট হাউস এ সব তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে ওবামা বলেন, ‘গারিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নৃশংস সন্ত্রাসী হামলায় নিরপরাধ নারী ও পুরুষদের গণহত্যার ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই।’
বিবৃতিতে সন্ত্রাস দমনে কেনিয়া সরকার ও জনগণের সঙ্গে হাতে হাত রেখে কাজ করার ঘোষণাও দেন ওবামা।
কেনিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা কখনো তার বাবার জন্মভূমিতে যাননি। চলতি বছরের জুলাইয়ে বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে কেনিয়া যাওয়ার কথা রয়েছে ওবামার। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top