সকল মেনু

ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবি:নিখোঁজ-২৪

 Pic-1-04-02-15-300x193 ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার ঢালচর সংলগ্ন মেঘনায় ‘এফবি আল্লাহ-মালিক’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ২৪ জন জেলে নিখোঁজ রয়েছেন।০২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টার পর কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি জানাজানি হয়। কুতুবদিয়া মৎস্য আড়ৎদার আবুল কালাম মোবাইল ফোনে জানান, কুতুবদিয়া মৎস্য অবতরণ কেন্দ্রের দিদারুল্লাহ দিদারের এফবি আল্লাহ-মালিক ফিশিং বোট বুধবার দপুর ২টার দিকে ২৪ জেলে নিয়ে মাছ শিকারে যায়। এর পর যেকোন সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে এখন পর্যন্ত নিখোঁজ জেলেদের সন্ধান মেলেনি। ডুবে যাওয়া ট্রলারের জেলেদের মধ্যে প্রাথমিকভাবে মোবারক, মাহাবুব, বাশার ও এরশাদ নামে ৪ জেলের নাম পাওয়া গেছে। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ভোলা কেস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রলারের জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ঢালচরের মৎস্য আড়ৎদার নান্নু মাতাব্বর বলেন, ডুবে যাওয়া ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে, এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top