সকল মেনু

বেনাপোল সীমান্তে দুই কোটি টাকার পন্য উদ্ধার

 unnamed যশোর প্রতিনিধি: ভারতে পাচারের অভিযোগে শনিবার (২৮ মার্চ) সকাল ৮ টায় বেনাপোল সীমান্তের সাদিপুর বেল তলা মোড় থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের নেভীগ্রেশন ও গার্মেন্টস যন্ত্রাংশসহ হার্ডওয়্যার সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি চোরাচালানী চক্র নিজ দেশ থেকে অনেক মূল্যবান সামগ্রী নিয়ে ভারতে পাঁচারের উদ্যেশ্যে বেনাপোলের সাদিপুর সীমান্তে অপেক্ষা করছে। এ ধরণের সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় চোরাচালানীরা বিজিবি’র উপস্থিতি দেখতে পেয়ে ভ্যানের উপর মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে  সেখান থেকে ৮টি বড় ঢোপ উদ্ধার করা হয়। পরে ক্যাম্পে নিয়ে এসে এসকল ঢোপের মধ্য থেকে দেশের মুল্যবান সম্পদ নেভিগ্রেশন মেশিনের যন্ত্রাংশ, গামেন্টস মেশিনারীজ যন্ত্রাংশ ও হার্ডওয়্যার সামগ্রীসহ বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। এদিকে স্থানীয় সুত্রগুলো বলছে বেনাপোল সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের মূল্যবান সম্পদ ভারতে পাঁচার এবং বিনিময়ে ভারত থেকে নি¤œ মানের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে নিয়ে আসছে চোরাকারবারিরা। এদিনও (নাম প্রকাশে অনিচ্ছুক) দুটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ২ কোটি টাকার সামগ্রী ভারতে পাচারের উদ্যেশ্যে চেকপোস্টের পাশে সাদিপুর বেলতলায় অপেক্ষা করছিল চোরাকারবারিরা। কেবল বিজিবির অবস্থান শক্তিশালী থাকায় এ চালানটি উদ্ধার হয়। তবে, এসকল বিষয়টি বিজিবি সদস্যরা আঁচ করতে পেরেছেন বলে যশোর ২৬ বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন স্বীকার করেছেন। তবে ঐ সকল কুরিয়ারের বিরুদ্ধে বিজিবি প্রায় সময় চুপ থাকায় এ ধরনের চোরাচালান দিনকে দিন বেড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top