সকল মেনু

তারেক রহমানের বিরুদ্ধে ফের মামলা

 আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিপূর্ণ ব্ক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুই জনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমিটির নেতা ফজলুল করিম মানহানির এই মামলাটি করেন। মামলায় বিএনপি চেয়ারপার্সনের সাবেক বিশেষ উপদেষ্টা বিএনপির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদীসহ অজ্ঞাতনামা আরো ৫শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। পরে ঢাকা মহানগর হাকিম মো. ইউনূস খান বাদীর জবান বন্দি গ্রহন করে ঘটনার বিষয় তদন্ত করার জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, তারেক রহমান গেল বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন। পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top