সকল মেনু

এবার কাশ্মীরে সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ২

   আন্তর্জাতিক ডেস্ক: এক দিন যেতে না যেতেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনাক্যাম্পে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী সামবা জেলার ওই ক্যাম্পে স্থানীয় সময় শনিবার সকালে গ্রেনেড ও ভারি অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পাশ দিয়ে সাইকেল চড়ে যাওয়ার সময় একজন বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হন। এ হামলার সঙ্গে দুই থেকে চার জন জড়িত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বলেছেন, দুই জনকে হত্যা করা হয়েছে। বাকিদের ধরতে এখনো অভিযান চলছে। বিশেষ সূত্র জানায়, সন্ত্রাসীরা ক্যাম্পের ভেতরে ঢুকতে পারেনি। তারা বাইরে থেকেই গুলি ছোড়ে। এ ঘটনায় জম্মু-পাথানকোট ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা দুই সন্ত্রাসী আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে একটি জিপ ছিনতাই করে জম্মুর কাঠুয়া জেলার এক থানায় হামলা চালায়। এতে চারজন নিহত হয়। ছয় ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই দুই হামলাকারীদের বন্দুকযুদ্ধ হয়। দুই হামলাকারীই নিহত হয়।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top