সকল মেনু

রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

 রংপুর ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রংপুরে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, শিশু-কিশোরদের চিত্রাংঙ্কন, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অপর্ন, র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অপর্ন করে, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ডিআইজি রংপুর রেঞ্জ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, সরকারী-বেসরকারী দপ্তর সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান। পুস্পার্ঘ্য অপর্ন শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে টাউন হলে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত, ডিআইজি হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা প্রমুখ। এদিকে দিবসটি উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর জাহাজ কোম্পানী মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top