সকল মেনু

যশোরে উনুস ডাকাত নিহত

 যশোর প্রতিনিধি: যশোরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইউনুস আলী (৪২) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে যশোরের মণিরামপুর, কেশবপুর, খুলনার ডুমুরিয়াসহ আশপাশের থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৪১টি মামলা রয়েছে। নিহত ইউনুস আলী যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর এলাকার ইয়াকুব আলীর ছেলে। যশোর পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমিন জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনুস আলীসহ ১০-১২ জন ডাকাতির উদ্দেশ্যে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া সিনজেনটা অফিসের পাশে দাড়িয়েছিল। ওই সময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছুলে ডাকাতরা তাদের লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ তখন কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ইউনুস আলীর শরীরে কয়েকটি গুলি বিদ্ধ হয়। অন্য ডাকাতরা এ সময় পালিয়ে যায় বলে তিনি জানান। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে যশোর ও খুলনার বিভিন্ন থানায় ২০টি ডাকাতি, ১১টি হত্যা, দুটি চাঁদাবাজিসহ ৪১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। রাতে টহলে থাকা কোতোয়ালি থানার এসআই জামালউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রামদা, হাসুয়া, ককটেল ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top