সকল মেনু

নীলফামারীতে মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ

মো. আমিরুজ্জামান, নীলফামারী ১২ মার্চ: ‘মাদককে না বলি, মাদক মুক্ত জীবনকে হ্যাঁ বলি’ এই শ্লোগান নিয়ে  লফামারীতে মাদক বিরোধী মনববন্ধন ও সমাবেশ করেছে মাদক নির্মুল কমিটি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে মাদকের সহজলভ্যতা, বিক্রয়, ও সেবন রোধে জনমত সৃষ্টির পাশাপাশি মাদকাশক্তির কড়াল গ্রাস থেকে যুবসমাজের মাঝে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে শহরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার  মানুষ অংশ গ্রহণ করে। মনববন্ধন চলাকালে নীলফামারী মাদক নির্মূল কমিটির আহবায়ক এ.কে.এম মোস্তাফিজুর রহমান সেতুর সভাপেিত্ব সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কুতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপী, নীলফামারী মাদক নির্মুল কমিটির যুগ্ম-আহবায়ক মাসুদ সরকার, সদস্য পরিমল রায়, সামস সায়েদ প্রমুখ। বক্তারা বলেন, মাদকাশক্তির কড়ালগ্রাসে পড়ে যুবক আজ ধংসের দিকে ধাবিত হচ্ছে। এই সর্বগ্রাসী মাদক ব্যবহার করায় ঝড়ে পড়ছে তরতাজা তরুন সমাজ। মাদক বাড়ায় পিতার আর্তনাদ আর ঝড়ায় মায়ের অশ্র“। তাই আসুন এই আমরা নিজ নিজ অবস্থানে থেকে এই জীবন ধংসকারী মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আর মাদকে না বলি, সুন্দর ও স্বাভাবিক জীবণ গড়ি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top