সকল মেনু

টানা চার ম্যাচে সেঞ্চুরি, সাঙ্গাকারার অনন্য এক কীর্তি

44261_1ক্রিড়া প্রতিবেদক : আগের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে অনন্য কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে করেন হ্যাটট্রিক সেঞ্চুরি।। আজ তো সেটিকেও ছাড়িয়ে গেলেন।

বুধবার হোবার্টে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও সেঞ্চুরি তুলে নেন সাঙ্গাকারা।
এর মধ্য দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। আগের তিন ম্যাচে বাংলাদেশ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর টানা চার ম্যাচে সেঞ্চুরি করার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সাঙ্গাকারা। স্কটিশদের বিপক্ষে ৮৬ বল মোকাবেলায় ৯টি চার ও তিন ছক্কার সাহায্যে ২৫তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে এর আগে কোনো ব্যাটসম্যানই টানা চার ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top