সকল মেনু

কুড়িগ্রামের প্রত্যন্ত পল্লীতে কিষান-কৃষানীদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

Kurigram Pic-08.03.15ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের হলোখানা ও পাঁচগাছী ইউনিয়নে কিষান-কৃষানীদের উদ্যোগে প্রত্যন্ত পল্লীতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। বেসরকারী সংস্থা ইএসডিওর হোয়্যার দ্যা রেইন ফল্স প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত এ কর্মসূর্চীতে গ্রাম পর্যায়ের নারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। কর্মসূর্চীতে ছিল বর্ণাঢ্য র‌্যালী, নারী সমাবেশ সহ কৃষানী নারীদের খেলাধূলা।
হলোখানা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক মাঠ স্কুলেরর সভানেত্রী কছিমন বেওয়া। এতে  প্রধান অতিথি ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক। বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের প্রতিনিধি কৃষিবিদ উম্মেছালমা, ইএসডিওর ম্যানেজার জুলফিকার ইসলাম, প্রজেক্ট ম্যানেজার আল মাহমুদ, হলোখানা নূরনবী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করীম, কৃষানী দলের বিনো ইসলাম, অনুভা কংকা প্রমূখ।
এ সময় কৃষানি দলের সদস্যরা বলেন, আমরা নারী দিবসের তাৎপর্য সম্পর্কে আগে জানতাম না এ কর্মসূর্চীর মাধ্যমে জানতে পারলাম । তারা নারী পুরুষের মজুরী বৈষম্য দূর করার দাবী জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top