সকল মেনু

নারী দিবস উদযাপনে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা

 মো. আমিরুজ্জামান, নীলফামারী: আন্তজার্তিক নারী দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে নীলফামারীতে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক বক্তব্য দেন মত বিনিময় সভায়। জেলা সদর ছাড়াও উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়েও এবারের নারী দিবস উদযাপন করা হবে বিভিন্ন কর্মসুচীতে। বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক বন্ধ, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ থাকবে নানা বয়সী মানুষের। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম জানান, নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে মানববন্ধন, ৮ মার্চ র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবারের কর্মসুচীতে। জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন মতবিনিময় সভায় বলেন, জেলা শহর ছাড়াও ইউনিয়ন পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে নারী দিবসে স্ব স্ব এলাকায় মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ গ্রহণ করেন মতবিনিময় সভায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top