সকল মেনু

ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগ হচ্ছে

37847_PM-2হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: বৃহত্তর ফরিদপুর জেলা ও কুমিল্লা জেলাকে বিভাগে উন্নীত করা হবে। বৃহত্তর কুমিল্লা বিভাগে চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ব্রাম্মণবাড়িয়া এবং ফেনীকে অন্তর্ভুক্ত করা হবে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানিয়েছেন।
এক সম্পূরক প্রশ্নে কাজী ফিরোজ রশীদ বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ী, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জকে নিয়ে কবে বিভাগ গঠন করা হবে কি না জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছিলাম বৃহত্তর ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগে উন্নীত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সমস্যা হচ্ছে ফেনী নিয়ে। ফেনীতে জঙ্গি নেত্রীর উত্থানের কারণে চট্টগ্রাম বা কুমিল্লার কেউই জেলাটিকে নিতে চায় না। ফেনীকে আমরা কোন দিকে দেব? ফেনীবাসীর তো কোনো দোষ নেই।’
প্রধানমন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহ নিয়ে একটি বিভাগ হবে। বৃহত্তর ফরিদপুর নিয়ে একটি বিভাগ হবে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটি বিভাগ হবে। আর ফেনীর বিষয়ে আলোচনায় যেতে হবে। ফেনীকে আমরা কোন দিকে দেব? ভৌগোলিক অবস্থা বিবেচনায় কুমিল্লায় থাকাই ভালো হবে।
প্রশ্নোত্তরের আগে বিকেল পৌনে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top