সকল মেনু

একনেক-এ ৩ হাজার ৫১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

indexনিজস্ব প্রতিবদেক : ৩ হাজার ৫’শ ১১ কোটি ৬৯ লাখ টাকার সাতটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

বৈঠকে ৫ টি নতুন ও দুটি সংশোধিত প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মধ্যে ২ হাজার ৫’শ ১৯ কোটি টাকার ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি পাওয়ারিং, ১’শ ২৩ কোটি টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁওয়ে তৈরি করা হবে বিনিয়োগ বোর্ডের ১৪ তলা বিশিষ্ট নিজস্ব ভবন।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিস নির্মাণ, চট্রগ্রাম-রাঙ্গামাটি সড়ক উন্নয়ন, পাসপোর্ট পারসোনালাইজেশন কমপ্লেক্স স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়েছে চলতি অর্থবছরে একনেকের ২২ তম সভায়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে আন্তর্জাতিক দাতাসংস্থাগুলো সব ধরণের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top