সকল মেনু

অবরোধ-হরতালে বিপাকে পড়েছে দেশের পোশাক শিল্প

bgmea-fin-minনিজস্ব প্রতিবেদক : টানা অবরোধ আর দফায় দফায় হরতালে বিপাকে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। সময় মত শিপমেন্ট করতে যেয়ে অতিরিক্ত খরচ গুণতে হচ্ছে রফতানিকারকদের। আর নিরাপত্তার অজুহাতে এদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা। এমন অবস্থায় অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রণোদনাসহ ব্যাংক ঋণের নানা সুবিধার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেন শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা।

দেশের মোট রফতানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। চলমান সহিংস পরিস্থিতে সময় মত পণ্য ডেলিভারি দিতে না পারায় সংকট তৈরি হয়েছে এ খাতে। ভাবমূর্তি সংকটে দেখা দিয়েছে বাজার হারানোর শঙ্কা। সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসে, নিজেদের লোকসানের ক্ষোভ ঝরে পড়লো দেশের সবচেয়ে বড় এই রফতানি খাতের ব্যবসায়ীদের কন্ঠে।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘৭ হাজার ৩শ’ কোটি টাকা প্রতিমাসে আমাদের কর্মচারিদের বেতন দিতে হয়। কোন বায়ার বাংলাদেশে আসতে চাচ্ছে না এবং মিটিংও তারা বাইরে করতে চাচ্ছে।’

এ অবস্থায় অর্থনীতির স্বার্থেই দ্রুত সংকট সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার দাবি জানান তারা।

এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আমরা অনুরোধ করবো বর্তমান বিরাজমান অবস্থাটাকে বিবেচনা করুন।’

তাৎক্ষণিকভাবে অর্থমন্ত্রী কোন আশ্বাসের বাণী না শোনালেও পরিস্থিতির নাজুকতা স্বীকার করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এই অবস্থা কতদিন চলবে। এর একটা সমাধান আসতে হবে। তার কোন ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না।’

বিজিএমইএ’র তথ্য মতে, হরতাল অবরোধে একদিনে তৈরি পোশাকখাতের লোকসানের পরিমাণ ২১৫ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top