সকল মেনু

রাজনৈতিক অস্থিরতায় স্থবির চট্টগ্রামের পুঁজিবাজার

CSEচট্টগ্রাম প্রতিনিধি : ২০ দলীয় জোটের টানা হরতাল-অবরোধে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের পুঁজিবাজার। সূচকের ধারাবাহিক পতনের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দৈনিক লেনদেন অর্ধেকে নেমে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, চলমান রাজনৈতিক অস্থিরতায় শেয়ারমার্কেটে আরো ধসে পুঁজি হারানোর শঙ্কায় কেউ নতুন বিনিয়োগ করছে না। এ অবস্থায় বিনিয়োগকারী শূন্যতায় পরিচালন ব্যয় ওঠাতে না পারায় অনেক ব্রোকারেজ হাউস স্টাফদের বাধ্যতামূলক ছুটি কিংবা ছাঁটাই করছে।
২০১৪সালের মাঝামাঝি বিভিন্ন কোম্পানি লভ্যাংশ ঘোষণার পাশাপাশি বাজারে বেশ কিছু নতুন আইপিও আসায় চাঙ্গা হতে শুরু করেছিল চট্টগ্রামের পুঁজিবাজার। ৩০ ডিসেম্বর বছরের শেষ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট ৬২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

অথচ দুই মাসের ব্যবধানে ২৬ ফেব্রুয়ারি সর্বশেষ কার্যদিবসে লেনদেন এক তৃতীয়াংশ কমে ২৩ কোটি ১৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে দু’মাসে সার্বিক মূল্যসূচকেরও ব্যাপক পতন ঘটেছে। পুঁজিবাজারের এ মন্দাবস্থার জন্য রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বিনিয়োগকারীরা বলছেন, ক্রমাগত পুঁজি হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন। বর্তমান পরিস্থিতিতে বাজার চাঙ্গা হওয়ার কোনো লক্ষণ না থাকায় নতুন বিনিয়োগে কেউ ভরসা পাচ্ছে না।

এ অবস্থায় শেয়ার বেচাকেনা ও বিনিয়োগকারী কমে যাওয়ায় অনেক ব্রোকারেজ হাউজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় বাজার চাঙ্গা করতে বিনিয়োগকারীরা আইসিবিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top