সকল মেনু

অবরোধ হরতালে সৈয়দপুরের বিপনী বিতান ক্রেতাশুন্য

অবরোধ হরতালে সৈয়দপুরের বিপনী বিতান ক্রেতাশুন্যমো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি : বিরোধী দলের টানা অবরোধ ও একের পর এক হরতালে ক্রেতাশুন্য হয়ে পড়েছে নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুর। দিনরাত ক্রেতাদের পদচারণায় মুখরিত মার্কেটগুলোর চিত্র রাজনৈতিক অস্থিরতার কারণে গত দেড় মাস থেকে পাল্টে গেছে। মার্কেটগুলোতে ক্রেতা নেই তাই বিক্রিও নেই। এ কারণে দোকানীদের ব্যস্ততাও নেই। সৈয়দপুরের অত্যাধুনিক সৈয়দপুর পাজা, নিউ ক্লথ মার্কেট, রেলওয়ে বাজার প্রভৃতি মার্কেটে প্রতিদিন ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকতো। এখান থেকে পাইকারী ও খুচরা মালামাল নীলফামারী, ডোমার, ডিমলা, খানসামা, চিরিবন্দর, তারাগঞ্জ, বদরগঞ্জসহ বিভিন্ন স্থানে চলে যেত। কিন্ত এই পরিস্থিতিতে কোন বড় ধরণের ক্রেতা আসছেন না। এরই মধ্যে শহরের রেলওয়ে বাজারে অবস্থিত কাপড় মার্কেট, মনিহারি ও মসলা পট্টি অগ্নিকান্ডে পুড়ে যাওয়ায় কোন ব্যবসাই হচ্ছে না। ফলে এর সাথে জড়িত লোকেরা অনেকটা বেকার হয়ে পড়েছেন। এসব দোকানে গড়ে প্রতিদিন ৮/১০ কোটি টাকার ব্যবসা হলেও রাজনৈতিক অস্থিরতায় দোকানদার ও কর্মচারীরা পথে বসেছেন। এখানকার ব্যবসায়ীরা জানান, অবরোধ ও হরতালের কারণে তাদের কেনাবেচা শুন্যের কোটায় নেমে এসেছে। অনেক ব্যবসায়ী রয়েছেন যারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন, তাদের দোকান ভাড়া দেয়াতো দূরের কথা পরিবারের সদস্যদের মুখে অন্ন যোগাতেও হিমশিম খাচ্ছেন। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আরজু ইলেকট্রনিক্স’র মালিক মো. শামীম জানান, ৩ লাখ টাকা দোকানের জামানত ও ৬ হাজার টাকায় ভাড়ায় দোকান নিয়ে ইলেকট্রনিক্স দোকান করার দিন থেকেই অবরোধ আর হরতাল শুরু হয়েছে। ফলে তার ত্রাহি অবস্থা।  রাজনৈতিক অস্থিরতায় ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top