সকল মেনু

গ্যাস সংকটে চট্টগ্রাম

রোমান শেখ : দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে নাকাল চট্টগ্রামবাসী। ফিলিং স্টেশন, শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে নগরীর প্রায় প্রতিটি আবাসিক এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারন করেছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় আবাসিক এলাকার বাসা-বাড়িতে রান্নার কাজ করতে পারছে না। বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন গুলোতে দিনের সর্বোচ্চ এবং প্রয়োজনীয় সময়ে গ্যাসের চাপ না থাকায় রিফুয়েলিং ষ্টেশনে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। গ্যাস সরবরাহ কম থাকায় বিভিন্ন শিল্প কারখানায় রেশনিং করেও পরিস্থিতি নিয়ন্ত্রন করা যাচ্ছেনা। এই গ্যাস সংকটে বেশ কয়েকটি শিল্প কারখানা বন্ধ হয়ে গেলেও পরে সংকট সমাধানে পেট্রোবাংলার কাছে আবেদন করেছেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top