সকল মেনু

ভারত থেকে আগত যাত্রীদের জ্বর পরীক্ষার নির্দেশ – স্বাস্থ্যমন্ত্রী

 সচিবালয় প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভারতে সোয়াইন ফ্লু বিস্তারের কারণে বাংলাদেশে যাতে এর সংক্রমণ না ঘটে, এ জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে স্থাপিত সাতটি থার্মাল স্ক্যানারে বিদেশ থেকে- বিশেষ করে, ভারত থেকে আগত যাত্রীদের জ্বর পরীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘সোয়াইন ফ্লু প্রতিরোধে করণীয়’ বিষয়ে এক জরুরি সভায় তিনি এ নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সব বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এবং সেখানে কর্তব্যরত মেডিক্যাল টিমগুলোকে এই সংক্রামক রোগ প্রতিরোধে প্রস্তুত থাকতেও বলেছেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ ও মজুদ করার জন্য নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘বক্ষব্যাধি হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের ৬৪ জেলা হাসপাতালে এ জন্য বিশেষ ইউনিট পৃথকভাবে খোলার ব্যবস্থা করতে হবে। যদি কোনো ব্যক্তি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন তবে সাথে সাথে তাকে ওই ইউনিটে পাঠিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ সব সময় সফল হয়েছে। সম্প্রতি আফ্রিকার ইবোলা ভাইরাস সংক্রমণ-এর মতো ভয়াবহ পরিস্থিতিতেও দেশে যে প্রতিরোধমূলক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা-ও সফলভাবে কার্যকর হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top