সকল মেনু

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জাবি’র ৫ ছাত্র বহিষ্কার

জাবিজাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জুলকার নাইনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ৫ ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সামনে সহকারী প্রক্টর জুলকার নাইনের সঙ্গে মার্কেটিং বিভাগের ছাত্র রিয়াদের সেমিস্টার পরীক্ষা নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রিয়াদসহ ৫ শিক্ষার্থী ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে রাতে উপাচার্যের বাসভবনে এক জরুরি সিন্ডিকেট সভায় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিয়াদ, সনেট, মাফি, সুমন ও ত্বকি নামে ৫ ছাত্রকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় জুলকার নাইন বাদী হয়ে মামলা দায়ের করলে আজ ভোরে রিয়াদ ও সনেটকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top