সকল মেনু

ফিফা র‌্যাংকিং-এ ৮ ধাপ উন্নতি বাংলাদেশের

41194_1ক্রিড়া প্রতিবেদক : ফিফা র‌্যাংকিং-এ ৮ ধাপ উপরে উঠলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে রার্নাস-আপ হওয়ার সুবাদে র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে বাংলাদেশের। বর্তমানে ১৫৭ নম্বরস্থানে রয়েছে মামুনুল-এমিলিরা।

র‌্যাংকিং-এ ১৬৫ নম্বর স্থানে থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে নামে বাংলাদেশ। ঐ টুর্নামেন্টের ফাইনালে মালয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরে রার্নাস-আপ হয় টাইগাররা। টুর্নামেন্টে ভালো করার সুবাদে র‌্যাংকিং-এ উন্নতি ঘটে দলটির।
সাফ অঞ্চলের মধ্যে বাংলাদেশের সামনে কেবল রয়েছে মালদ্বীপ ও আফগানিস্তান। ১৩৫ নম্বর স্থানে রয়েছে মালদ্বীপ এবং ১৪৪ নম্বর স্থানে রয়েছে আফগানিস্তান। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান সমান ১৭১ নম্বর স্থানে। আর ১৭৩ নম্বরস্থানে রয়েছে শ্রীলংকা।

র‌্যাংকিং-এর শীর্ষস্থান ধরে রেখে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা ও কলোম্বিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top