সকল মেনু

সকলকে নমনীয় হওয়ার আহবান শিক্ষামন্ত্রীর

নূরুল ইসলামনিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যত যেনো অনিশ্চয়তার মধ্যে না পড়ে সে লক্ষে সকলকে নমনীয় হওয়ার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধি বারবারা উইকহ্যাম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্টদূত রবার্ট ডব্লিউ গিবসনকে সাথে দু’দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী।

এর আগে মন্ত্রী তার বক্তব্যে বলেন, আত্মবিশ্বাসের পরিবর্তে ভবিষ্যত প্রজন্ম যে আতঙ্কের মধ্য দিয়ে বেড়ে উঠছে এর খেসারত আমাদের আগামি ত্রিশ-চল্লিশ বছর পর্যন্ত দিতে হবে।এসব কথা বিবেচেনা করে রাজনৈতিক কর্মসূচিকে শিক্ষাব্যবস্থার আওতামুক্ত রাখার অনুরোধ জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top