সকল মেনু

দক্ষিন এশিয়ার সর্বাধুনিক সিটি সেন্টার নির্মান কাজ চলছে রংপুরে

রংপুররংপুর প্রতিনিধি : রংপুর নগরীতে ৫০০ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে দক্ষিন এশিয়ার সর্বাধুনিক সিটি সেন্টার নির্মান করা হচ্ছে।
গতকাল নগরীর নবাবগজ্ঞ বাজার এলাকায় জেলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের বর্ননা দেওয়া হয়।
রংপুর জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ বলেন,  সর্বাধুনিক এ সিটি সেন্টারটি হবে ১৮ তলা। থাকবে কনভেনশন সেন্টার, জিমনেশিয়াম,  মেল ফিমেল সুইপিং পুল, সিনেপ্লেক্স , থ্রি ষ্টার মানের হোটেল , আবাসিক ফ্লাটসহ সকল ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়  ৩০০ শতক জায়গা জুড়ে  এ সেন্টারটি নির্মাণ করা হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। তিনি জানান খুব শিঘ্রই এ কাজের উদ্বোধন করা হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা জয়ন্ত কুমার শিকদার,  এ প্রকল্পের স্থপতি প্রকৌশলী আবদুল  মালেক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top