সকল মেনু

খালেদাকে বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির স্মারকলিপি

শিক্ষক সমিতির স্মারকলিপিনিজস্ব প্রতিবেদক : শিক্ষা কার্যক্রমকে হরতাল-অবরোধসহ যে কোনো রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি।

বুধবার সকাল সাড়ে এগারটার দিকে মিছিল নিয়ে গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ের দিকে যেতে থাকলে গুলশান ২ নম্বর গোলচত্বরে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষকরা। এসময় তারা সেখানে দাঁড়িয়েই এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে গুলশান ৮৬ নম্বর সড়কে তারা মানববন্ধন করেন।

এরপর শিক্ষক নেতা সাজাহান আলম সাজু’র নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল গিয়ে বেগম জিয়ার কার্যালয়ের সিকিউরিটি গার্ডের কাছে স্মারকলিপি পৌঁছে দেন।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সকালে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গুলশান এলাকায় বিক্ষোভ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top