সকল মেনু

পুরস্কারের অর্থ বার্ন ইউনিটে দিলেন ঢাবি’র ৩ ছাত্র

পুরস্কারের অর্থনিজস্ব প্রতিবেদক : বোমাবাজদের হাতেনাতে ধরিয়ে দিয়ে পাওয়া পুরস্কারের টাকা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দিয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র। দুপুরে ডিএমপি কমিশনারের হাত থেকে পুরষ্কার নিয়েই এই ঘোষণা দেন তারা। একই অনুষ্ঠানে জীবনের ঝুঁকি নিয়ে আরেক বোমাবাজকে ধরে পুলিশের হাতে তুলে দেয়ায় পুরস্কার দেয়া হয়েছে রিকশা চালক মোজাম্মেল হককেও।

গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর কাঁটাবন এলাকায় জানবাজি রেখে এক বোমাবাজকে জাপটে ধরে পুলিশের হাতে তুলে দিয়ে আতংকের রাজধানীতে আলোড়ন তোলেন রিক্সা চালক মোজাম্মেল। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে পুরষ্কার নিতে এসে জানান সিনেমার গল্পের মত সেই ঘটনার আদ্যোপান্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র গত ৯ই ফেব্রুয়ারি চানখারপুল এলাকায় এক বোমাবাজকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। চার জনের হাতে পুরষ্কারের টাকা তুলে দেন ডিএমপি কমিশনার। রিক্সা চালক মোজাম্মেলকে এক ব্যবসায়ীও ৫০ হাজার টাকা পুরস্কার দেন। ডিএমপি কমিশনার বলেন, শিগগিরই রাজধানীর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রুহুল, রিয়াজ, জয় তাৎক্ষনিকভাবে পুরস্কারের টাকা বার্ন ইউনিটে দেয়ার ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার আসাদুজ্জামান বলেন, ‘আমি বলেছিলাম সাত দিনের মধ্যে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমাদের আশার চেয়ে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। একইসাথে, আমি আবারও বলতে চাই পরিস্থিতি শীঘ্রই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে।’

ডিএমপি কমিশনার আবারও বোমাবাজদের রুখে দাড়াতে রাজধানীবাসীকে আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top